ভালোবাসার বিষন্ন প্রহর
লিখেছেন লিখেছেন মামুন ০৯ অক্টোবর, ২০১৪, ০৪:২৯:২৪ বিকাল
ভালোবাসার বিষন্ন প্রহর
.
বিস্ময়গুলো এখন অবিশ্বাসের কালো কাপড়ে চোখ বেঁধে
হেঁটে বেড়ায় নীলাভ দৃষ্টিপথে। আর হৃদয়ের
উন্মুক্ত পথে শৃঙ্খলিত পদযুগল
খুঁজে বেড়ায় হ্যান্ডকাফে জোড়বদ্ধ ভালোলাগা!
.
অনুভূতির বোবা গর্জনে বিলীন হওয়া বিষন্ন প্রহর
থেমে থাকে ময়ুরাক্ষী নদীতটে, যেখানে ভালোবাসা
জাগবে বলে পদ্মফুলে ভ্রমরের অবাধ সঞ্চরণ!
.
এভাবেই তোমাকে নিয়ে দীর্ঘশ্বাসের বেড়াজালে
ক্রমেই আমার জড়িয়ে যাওয়া...আর
ছুটে চলা কাল থেকে কালান্তরে।
বিষয়: সাহিত্য
৯৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থেমে থাকে ময়ুরাক্ষী নদীতটে, যেখানে ভালোবাসা
জাগবে বলে পদ্মফুলে ভ্রমরের অবাধ সঞ্চরণ!
আগাছা কবিত্বের ছড়াছড়িয়ে ডিঙ্গিয়ে আপনার শাণিত শব্দ যেন কবিতাকে আলোকিত করেছে।
আপনার সুন্দর অনুভূতি টুকু অনেক ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
বরাবরের মতই সুন্দর!! জাযাকাল্লাহ..
অনুভূতি রেখে গেলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
রেখে যাওয়া অনুভুতিটুকু ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
....এভাবেই তাহাকে নিয়ে দীর্ঘশ্বাসের বেড়াজালে
ক্রমেই আমার জড়িয়ে যাওয়া..... আর
ছোটে চলা কাল থেকে কালান্তরে।
জাজাকাল্লাহু খাইর।
আমার এখন বন্ধের সময়। কাল থেকে আবারো জীবন-যুদ্ধে ঝাপিয়ে পড়ব। আমার সব কাজ রুটিনে বাঁধা। ব্লগে সময় দেয়াটাও এরই একটি অংশ। তবে এখান থেকে সময় কিছুটা কমিয়ে দিচ্ছি। এখন থেকে কমই দেখবেন। ধীরে ধীরে এক সময় হারিয়ে যাবো।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
সবাই মিলে আমরা টুডে ব্লগ পরিবার।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন